Jhinti Tui Brishti Hote Partis Lyrics : This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album.

Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস)
Singer: Shilajit Majumder 

Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla :

ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস
এই মেঘলাদুপুরে কত কাছাকাছি থাকতাম।
ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস
ঝরে পড়তিসটিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2)
ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস
ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস।

যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ
আয় ছেপেদেবো সব প্রেম নামেতে
তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব
যেকোন ফর্মে বা সেপে।

তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর
তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া।
তোল তুপানবুকে বুক মিশিয়ে
তুই ছাড়ামিথ্যে গান গাওয়া।

ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই
সব মিথ্যেএই ক্লাসরুম লেকচার
কতক্ষন আর সয্য করা যায় বল
পি এস কে জি' অত্যাচার।
ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর
ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া।

ঝিন্টি প্রেমের পেপারে
নেই ম্যাডইজি সবইতোআনসিন।
সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে
কয়েক খানা কলেজ ক্যান্টিন।

ঝিন্টি কি করছিস আমি জানি না
জানিনা তুই কার কথা ভাবছিস
ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা
জীবন টাকে করে কেন বাঁচছিস ?

ঝিন্টি তুই জানিস না গত সাত দিন
তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি,
তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি

ব্যাট বল প্যাড ক্রিকেট পাসের টিকিটে
খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুজেছি।
ঝিন্টি দুপুরে চক্র রেলের কামরায়
চল ফাঁকাথাকে,
চল ফাঁকাথাকে শুধু তুই আর আমি বসব
জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর
এক্স একুয়াল্টু প্রেম ধরে নিয়ে কষবো
X=প্রেম ধরে নিয়ে কষবো ..


Jhinti Tui Brishti Hote Partis Lyrics :

Jhinti tui brishti hote partis                                          
Ei meghla dupure koto kachakachi thaktam
Jhinti tui bristi hote partis                                  
Jhore portis tip tup tap gaye makhtam
Jhinti tui bristi hote hote partis

Jai-hok hok jhirjhir ba jhom-jhom                             
Aay jhepe debo sob prem na mepe
Tui chole aay jevabei asa sombhob
Je kono form-e ba sepe

Tui hoye ja tori moto mithey roddur                     
Tui hoye ja alothalo jhoro hawa
Tol tufan buke buk mishiye
Tui chara mithhey gaan gawa

Jhinti tui nei tai kono swad nei                         
Sob mithhey ei classroom ei lecture
Koto-kkhon ar sojjho kora jay bol         
APSKGir ottachar

Jhinti tui hoye ja mithey roddur
Jhinti tui hoye ja jhoro hawa