Porle Mone Tomake Lyrics From Awara Bengali Movie. This Song Is Sung By Jeet Ganguly. Featuring By Jeet And Sayantika.

Song : Porle Mone Tomake (পড়লে মনে তোমাকে)
Singer : Jeet Ganguly
Movie : Awara
Music : Jeet Ganguly
Direction : Ravi Kinnagi
Producer : Shree Venkatesh Films.
Presenter : Shrikant Mohta & Mahendra Soni


Porle Mone Tomake Lyrics In Bengali :

পড়লে মনে তোমাকে
আর কে আমাকে রাখে
পাগলামি বলে থাকে লোকজনে
তাও তো তোমাকে খুজি
অল্প আলোতে রোজই
ইচ্ছে তোমার বুঝি কে জানে

তাই জানিনা না জানি হয়ে অভিমানি
হেরেছি জিতেছি কে কতো খানি
এভাবে স্বভাবে করেছি তোমায় আমার (x2)
পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে
পাগলামি বলে থাকে লোকজনে

এগিয়ে গিয়েও পিছিয়ে আছি
কেন পেরোতে চাইনা একা
এই পথের নাম, পাবে নিজের দাম
তুমি একবারও দিলে দেখা (x2)

তাই তো তোমাকে খুঁজি
অল্প আলোতে রোজই
ইচ্ছে তোমার বুঝি কে জানে..

তাই জানিনা না জানি হয়ে অভিমানি
হেরেছি জিতেছি কে কতো খানি
এভাবে স্বভাবে করেছি তোমায় আমার (x2)

এলে নিলচে মাস, আমি সাজাবো ঘাস
তুমি পা ফেলে আনবে বাহার
এলে মেঘলা দিন, আমি খুব রঙ্গিন
হয়ে সামলাবো আকাশ তোমার (x2)

তাই তো তোমাকে খুঁজি
অল্প আলোতে রোজই
ইচ্ছে তোমার বুঝি কে জানে..

তাই জানিনা না জানি হয়ে অভিমানি
হেরেছি জিতেছি কে কতো খানি
এভাবে স্বভাবে করেছি তোমায় আমার (x2)

পড়লে মনে তোমাকে লিরিক্স :

Porle mone tomake ar ke amake rakhe
Paglami bole thake lok jone..
Taito tomake khuji Alpo aalote rooji
Ichche tomar bujhi ke jane..
Tai jani na jani hoye abhimani
Herechi jitechi ke kotokhani
Evabe sobhabe korechi tomay amay

Egiye egiye-o pichiye ashi
Keno perote chai na eka
Ei pother naam pabe nijer daam
Tumi ekbar dile dekha..

Pele Nilche Mass Ami Sajabo Ghaas
Tumi Paa Fele Anbe Bahar
Ele Meghla Din Ami Khub Rongeen
Hoye Samlabo Akash Toma