Hentechi Swapner Hath Dhore Lyrics From Bengali Movie Sedin Dekha Hoyechilo. Starring: Dev And Srabanti Chatterjee. This Song Sung By Javed Ali And June Banerjee. Music Composed by Jeet Ganguly. Hetechi Swapner Hath Dhore Song Lyrics In Bengali Written by Chandrani Ganguly.
Song Name: Hetechi Swapner Hath Dhorey (হেঁটেছি স্বপ্নের হাত ধরে)
Movie Name: Sedin Dekha Hoyechilo.
Singer: Javed Ali & June Banerjee
Music Composer: Jeet Ganguly
Lyrics: Chandrani Ganguly
Hentechi Swapner Hath Dhore Lyrics :
হেঁটেছি স্বপ্নের হাত ধরে,
পেরিয়ে রাত একাকি ভোরে
ডেকেছি কতোবার নাম ধরে যে তোমায়..
মেলেছি দুই ডানা বৃষ্টিতে,
খেয়ালি কোন অনাসৃষ্টিতে
খুঁজেছি অনিবার ডাকে কে আমায়..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
হেঁটেছি স্বপ্নের হাত ধরে,
পেরিয়ে রাত একাকি ভোরে
ডেকেছি কতোবার নাম ধরে যে তোমায়..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
ও.. রেখেছি আজ সংগোপনে
টুকরো স্মৃতি মনের কোনে (x2)
ও.. ভেবেছি যতবার তোমাকে
হারিয়েছে চেনা কথা রেখে
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতে..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
অচেনা পথ, দু'হাত বাড়ায়
উতলা মন আজ তার ইশারায় (x2)
ভেবেছি যতবার তোমাকে
হারিয়েছে চেনা কথা রেখে
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতে..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
পেরিয়ে রাত একাকি ভোরে
ডেকেছি কতোবার নাম ধরে যে তোমায়..
মেলেছি দুই ডানা বৃষ্টিতে,
খেয়ালি কোন অনাসৃষ্টিতে
খুঁজেছি অনিবার ডাকে কে আমায়..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
হেঁটেছি স্বপ্নের হাত ধরে,
পেরিয়ে রাত একাকি ভোরে
ডেকেছি কতোবার নাম ধরে যে তোমায়..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
ও.. রেখেছি আজ সংগোপনে
টুকরো স্মৃতি মনের কোনে (x2)
ও.. ভেবেছি যতবার তোমাকে
হারিয়েছে চেনা কথা রেখে
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতে..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
অচেনা পথ, দু'হাত বাড়ায়
উতলা মন আজ তার ইশারায় (x2)
ভেবেছি যতবার তোমাকে
হারিয়েছে চেনা কথা রেখে
ভেসেছি আমি যে অন্তহীন তোমাতে..
দাও বলে দাও, কোন ঠিকানায়,
লিখবো চিঠি, খুঁজবো তোমায়..
Hetechi swapner hat dhore
periye rat ekaki bhore
dekechi kotobar nam dhore j tomay..
melechi dui dana brishtite
kheyali kon ona srishti te
khujechi onibar dake k amay
dao bole dao kon thikanai
likhbo chithi khujhbo tomay
Hetechi shopner haat dhore
0 Comments
Post a Comment